শিরোনাম সল্টলেক সেন্ট্রাল পার্কে শনিবার থেকে শুরু হল বাংলার তাঁতের হাট By EBBS Desk - August 31, 2019 0 7 FacebookTwitterPinterestWhatsApp সল্টলেক সেন্ট্রাল পার্ক মেলা মাঠে বাংলার তাঁত শিল্পীদের সৃষ্টির সম্ভার নিয়ে শনিবার থেকে শুরু হল বাংলার তাঁতের হাট। উদ্বোধন করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। মেলা 31 আগস্ট থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত চলবে।