দুপুরের খাবার রান্নায় দেরি! যোগীর রাজ্যে ফের স্ত্রীকে তিন তালাক

0
1

তিন তালাক রদে কড়া আইন এনেছে নরেন্দ্র মোদি সরকার। কিন্তু বাড়ছে না সচেতনতা। তাই সমাজ থেকে চিরতরে এখনও দূর করা যাচ্ছে না তিন তালাক প্রথা। উত্তরপ্রদেশের একটি ঘটনা ফের একবার সেকথা প্রমাণ করে দিল।

কিন্তু কোন দোষে এবার তিন তালাকের কবলে পড়লেন যোগীর রাজ্যের ওই মহিলা? তাঁর দোষ ছিল, দুপুরের খাবার রান্না করতে দেরি করেছেন। আর সেই দোষের শাস্তি হিসেবে তাঁকে তিন তালাক দিলেন স্বামী। ঘটনাটি উত্তরপ্রদেশের চন্দৌসি জেলার। শুধু তাই নয়, স্ত্রীকে হেনস্তার অভিযোগও উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে।

অভিযোগ পেয়ে ইতিমধ্যেই অবশ্য চন্দৌসি কোতয়ালি থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন ওই মহিলা। তবে পুলিশের জালে এখনও ধরা পড়েনি অভিযুক্ত। ঘটনার পর থেকেই সে পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে।

আরও পড়ুন-হাত কেটে বোতলে রক্ত ভরে বান্ধবীকে “শেষ উপহার” ব্যর্থ প্রেমিকের