উলুবেড়িয়ার রাজাপুর থানার কামিনা উচ্চ বিদ্যালয়ের আলমারি ভেঙে নগদ প্রায় 1.25 লক্ষ টাকা চুরি গেল। শুক্রবার সকালে স্কুল খোলার সময় চুরির বিষয়টি নজরে আসে।
শিক্ষকদের দাবি, দুষ্কৃতীরা স্কুলের একতলায় থাকা অফিস, প্রধান শিক্ষকের ঘর ও স্টাফ রুমের দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে পাঁচটি আলমারি, লকার ভেঙে নগদ টাকা, অত্যন্ত প্রয়োজনীয় নথি ও কাগজপত্র নিয়ে চম্পট দিয়েছে। তদন্তে নেমেছে রাজাপুর থানার পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা রাতের অন্ধকারেই এই চুরি ও লুটপাটের ঘটনা ঘটেছে। তদন্তকারীরা খতিয়ে দেখছে, এই ঘটনার সঙ্গে স্কুলেরই কোনও ব্যক্তি জড়িত আছে কিনা।
আরও পড়ুন-চুরি খোদ পুলিশের বাড়িতে! গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীর





























































































































