টিউমারের অস্ত্রপ্রচার করে নজির গড়ল কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতাল

0
7

নদিয়া : প্রায় 8 থেকে 10 কিলো ওজনের টিউমারে অস্ত্রপ্রচার করে ফের নজির গড়ল কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসকেরা। গত 16 জুলাই শারীরিক অসুস্থতা নিয়ে হুগলীর চুঁচুড়া থেকে সোমা চক্রবর্তী নামে এক গৃহবধূ ভর্তি হয় কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। শরীরে রক্ত কম থাকায় এতদিন যাবৎ অস্ত্রোপচার করা যায়নি। অবশেষে আজ শুক্রবার দুই ঘন্টার প্রচেষ্টায় 5 জন চিকিৎসক মিলে ফের অস্ত্রোপচার করল কল্যাণীর এই হাসপাতালে। 26/22 সেন্টিমিটারের টিউমার যার ওজন প্রায় দশ কিলোর মত। অস্ত্রোপচারের পর সোমাদেবী সুস্থ্ আছে বলেই জানালেন চিকিৎসকেরা।

আরও পড়ুন – বীরভূমে লাগাতার বোমা উদ্ধার, গ্রেফতার এক