রাজ্য ধসে পড়লো নির্মীয়মান বাড়ির দেওয়াল, তারপর যা ঘটলো By EBBS Desk - August 30, 2019 0 2 FacebookTwitterPinterestWhatsApp নির্মীয়মাণ বাড়ির দেওয়াল ধসে মৃত্যু হল শ্রমিকের। এদিন সকালে ঘটনাটি ঘটে কাটোয়ার 11 ওয়ার্ডের ঘোষেশ্বর তলা পালপাড়ায়। মৃতের নাম বিকাশ হাজরা (32)। অভিযোগ, পুকুর ভরাট করে বেআইনিভাবে বাড়িটি তৈরি করা হচ্ছে। ভিত পোক্ত না হওয়ায় দেওয়াল ধসে গিয়েছে।