আজ, 29 অগাস্ট জাতীয় ক্রীড়া দিবস। এই উপলক্ষে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় ‘ফিট ইন্ডিয়া’ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশজুড়ে সুস্থতা ও সুস্বাস্থ্যের সংস্কৃতি গড়ে তোলাই এই কর্মসূচির প্রধান লক্ষ্য।
সম্প্রতি সম্প্রচারিত ‘মন কী বাত’ অনুষ্ঠানে ‘ফিট ইন্ডিয়া’ কর্মসূচির সূচনার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সেইমতো বৃহস্পতিবার সকাল 10টা থেকে ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে এই কর্মসূচির সূচনা হয়।
#WATCH Prime Minister Narendra Modi launches #FitIndiaMovement from the Indira Gandhi Stadium on #NationalSportsDay.#Delhi https://t.co/uDGBCXJCHq
— ANI (@ANI) August 29, 2019
আরও পড়ুন-মেননের সঙ্গে দু’ঘন্টার বৈঠকে দিলীপের দিকে নিশানা শোভনের!
‘ফিট ইন্ডিয়া’ কর্মসূচির উদ্বোধনে এসে প্রধানমন্ত্রী মোদি বলেন, “আমাদের দৈনন্দিন জীবন এবং স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য ফিটনেস জরুরি। তাই ফিটনেসকে দৈনন্দিন জীবনের অংশ করে তুলুন।”
প্রসঙ্গত, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন পিভি সিন্ধু, স্প্রিন্টার হিমা দাস, কুস্তিগীর বজরঙ্গ পুনিয়া-সহ অসংখ্য ক্রীড়া ব্যক্তিত্ব কেন্দ্রের এই ‘ফিট ইন্ডিয়া’ কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন।