তৃণমূল ছাত্রপরিষদের সমাবেশের বিশ্লেষণের পর উৎসাহিত তৃণমূলশিবির। তার মূল কারণ, বিরাট সমাবেশে এবার পুরোটাই আসল ছাত্রছাত্রীদের ভিড়। ছাত্রসমাবেশ ভরাতে যে এলাকার দলীয় কর্মীদের মিছিল থাকে, অন্য গণসংগঠন থাকে, এবার তা নয়। এবার পুরোপুরি বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের থেকে আসা তরুণতরুণীদের সমাবেশ। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরদারিতেই এটা করা সম্ভব হয়েছে। মঞ্চে সাবেক ছাত্রপরিষদ বা তৃণমূল ছাত্রপরিষদের একাধিক প্রাক্তন সভাপতি ছিলেন। আর সামনে তরতাজা এখনকার ছাত্রছাত্রীদের সমুদ্র। পরের পর জেলা ও কলেজের ব্যানার। এমনকি যেসব এলাকায় লোকসভায় এবার বিজেপির জয়, সেখান থেকেও ঢালাও স্বতঃস্ফূর্ত ভিড়। তাহলে কি অস্বস্তি কাটিয়ে উঠছে তৃণমূল? ইঙ্গিত সেরকমই বটে। এটা বোঝা যাচ্ছে, অভিষেক দলকে নতুন চেহারা দিতে কোমর বেঁধে নেমেছেন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.