বিশেষরাজ্য কলেজে ছাত্র সংসদ নির্বাচন ফিরছে By EBBS Desk - August 29, 2019 0 10 FacebookTwitterPinterestWhatsApp কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচন ফিরছে। এর ইঙ্গিত মিলল তৃণমূল ছাত্র পরিষদ সমাবেশে মুখ্যমন্ত্রীর কথায়। তিনি বলেন,” কলেজে কবে ভোট হবে পার্থদা জানিয়ে দেবেন। তবে তার আগেও সংগ্রামের পথে থাকতে হবে।” নেত্রীর এই কথার সূত্রেই ভোটের জল্পনা ফিরে এসেছে।