বীরভূমের চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে

0
3

বীরভূম: চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ুরেশ্বর থানার মহুরাপুর প্রাথমিক বিদ্যালয়ে। গত কয়েকদিন ধরে স্কুলে প্রধান শিক্ষক অপরেশ মণ্ডল বিদ্যালয়ের এক চতুর্থ শ্রেণীর ছাত্রীকে নানা অছিলায় গায়ে দিত বলে অভিযোগ। এরপর গ্রামবাসিরা ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন। তা জানতে পেরে প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসা বন্ধ করে দেয়। এই খবর সিউড়ী বিদ্যালয় পরিদর্শক দপ্তরে পৌঁছালে আজ, বৃহস্পতিবার বিষয়টি ক্ষতিয়ে দেখতে যান দুই স্কুল পরিদর্শক। গ্রামবাসিদের দাবি, শিক্ষক অপরেশ মণ্ডলকে নিয়ে আসতে হবে। আমরা তার যথাযথ ব্যবস্থা নেব।

আরও পড়ুন-অন্ডালের খনিতে দুর্ঘটনা, জখম 5 শ্রমিক