রেশন কার্ড ও রেশন প্রদান নিয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে সর্বদল বৈঠক ডাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভায় রেশন বিষয়ক আলোচনার মাঝে খাদ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এই নির্দেশ দেন তিনি।
মমতা বলেন, ‘আমি খাদ্যমন্ত্রীকে বলব, একটা সর্বদল বৈঠক ডাকো। মানুষ গরিব, তার কোনও পার্টি হয় না। তাই এই রেশন কার্ড এর বিষয় নিয়ে সর্বদল ডেকে সবার পরামর্শ নাও’। এছাড়া কারা রেশন নেন ও কারা নেন না সে বিষয়ে একটি সমীক্ষার প্রস্তাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-সুপ্রিম কোর্টে গিয়ে কাশ্মীরে যাওয়ার অনুমতি আদায় করলেন ইয়েচুরি






























































































































