হুগলী: এবার আর পঞ্চায়েতে গিয়ে রাজস্ব জমা দিতে হবে না, দাঁড়াতেও হবে না লাইনে- হাতে যদি থাকে একটি স্মার্টফোন বা সামনে যদি থাকে কম্পিউটার তাহলে আপনি আপনার রাজস্ব জমা দিতে পারবেন অনলাইনে। পঞ্চায়েত প্রধানের দাবি, গোটা রাজ্যের মধ্যে প্রথম অনলাইন রাজস্ব আদায় ব্যবস্থা চালু হল। ঘটনাটি উত্তরপাড়ার কানাইপুর পঞ্চায়েতের। বৃহস্পতিবার এই পরিষেবার সূচনা হয়। এবার থেকে সাধারণ মানুষ ঘরে বসে বা রাস্তাতেও চলতে চলতে অনলাইনে রাজস্ব জমা দিতে পারবেন।
এই প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান আচ্ছা লাল যাদব জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নতির পথের শরিক হতেই আমাদের এই পদক্ষেপ। রাজ্যের মধ্যে এই প্রথম কোন পঞ্চায়েতে অনলাইন রাজস্ব আদায়ের ব্যবস্থা চালু হল।
অন্যদিকে সাধারণ মানুষ জানান, রাজস্ব জমা দিতে আমাদের আর লাইনে দাঁড়াতে হবে না। এতে আমরা খুশি।
আরও পড়ুন-NADA-র সমস্যা মেটাতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস ক্রীড়ামন্ত্রীর





























































































































