আত্মহত্যা করলেন চন্দননগরের কুমোরপাড়া এলাকার এক নামী মৃৎশিল্পী। স্ত্রীর পরকীয়ার খবর জানতে পেরেই এই পথ বেছে নিয়েছেন বলেই দাবি পরিবার ও স্থানীয় বাসিন্দাদের। আজ, বুধবার সকালে বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় শিল্পীর দেহ। বর্তমানে তাঁর মরদেহ চন্দননগর হাসপাতালে ময়নাতদন্তের জন্য রয়েছে।
এলাকায় বেশ সুনাম ছিল মৃত শিল্পী অমিত পালের (40)। এবছর বেশ কিছু পুজো কমিটির কাজের অর্ডারও পেয়েছিলেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। সেই বিষয়েই বেশ কিছুদিন ধরে তাঁদের মধ্যে অশান্তি চলছিল। গতকাল, মঙ্গলবার রাতে অশান্তি চরমে পৌঁছায় বলে দাবি স্থানীয়দের। শিল্পীর পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, স্ত্রীর পরকীয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই অবসাদে ভুগছিলেন অমিত।





























































































































