হেয়ার স্কুলে শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতিতে উঠল অবরোধ

0
4

হেয়ার স্কুলে শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবিতে অভিভাবকদের অবরোধ অবশ্য নতুন নয়। এর আগেও গত 17 জুলাই এই দাবি নিয়ে রাস্তা অবরোধ করেছিলেন তাঁরা। অভিভাবকদের দাবি, সে সময় গোটা বিষয়টিই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জানানো হয়েছিল। হেয়ার স্কুলে শিক্ষকের ঘাটতি মেটাতে অন্য জায়গা থেকে শিক্ষক নিয়োগ করা হবে বলে আশ্বাসও দিয়েছিলেন পার্থবাবু। তবে তা হয়নি। উল্টে একজন শিক্ষকের অবসরের পর হেয়ার স্কুলের শিক্ষক-সংখ্যা আরও কমেছে। ফলে ফের রাস্তা অবরোধের পথই বেছে নিয়েছেন অভিভাবকেরা।

শহরের অন্যতম প্রাচীন এই সরকারি স্কুলের প্রতিষ্ঠা হয়েছিল 1818 সালে। সেই ঐতিহ্যবাহী স্কুলের এ দূরাবস্থায় ব্যথিত শিক্ষামহল।

আরও পড়ুন-শিক্ষক নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে আসলে মুখ পুড়ল বামফ্রন্টের, মন্তব্য শিক্ষামন্ত্রীর