ফের অফিসের ব্যস্ত সময়ে মেট্রো বিভ্রাট। বুধবার 9.45 নাগাদ কবি সুভাষ মেট্রো স্টেশনে দমদমগামী আপ ট্রেন অন্ততপক্ষে 30 মিনিট দাঁড়িয়ে থাকে। ট্রেনটির দরজা বন্ধ না হওয়াতেই এই সমস্যা।
পরে ওই ট্রেন থেকে যাত্রীদের নেমে যেতে বলা হয়। এবং অন্য ট্রেন আসে। এই ঘটনায় স্বভাবতই ক্ষিপ্ত নিত্যযাত্রীরা।






























































































































