আগামিকাল, বুধবার থেকে ফের কলকাতা–সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর। বাংলা ও ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্তের জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তাতে পারদ বেশ খানিকটা কমবে বলে মনে করা হচ্ছে।
এদিকে, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ মঙ্গলবার ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কারণ, নিম্নচাপটি ছত্তিশগড় থেকে সরে গিয়েছে। তার প্রভাব কাটতে না কাটতেই নতুন একটি ঘূর্ণাবর্ত হাজির হয়েছে বাংলা–ওড়িশা লাগোয়া বঙ্গোপসাগরে। যার জেরে বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে বলে আশা করা হচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন – হৃদরোগে আক্রান্ত অশোক ভট্টাচার্য, মঙ্গলবার কলকাতায় অস্ত্রোপচার
এবার বর্ষার বৃষ্টির ঘাটতি কমে দাঁড়িয়েছে 27 শতাংশে। মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও বজায় থাকবে আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম ও সঙ্গে অস্বস্তি। রাজ্যে এই বছর বর্ষার মরসুমে বৃষ্টির ঘাটতি ছিলই। তবে ভাদ্রের শুরুতে কিছুটা হলেও ঘাটতি কমেছে।
আরও পড়ুন – পাহাড়প্রমাণ জরিমানায় আপত্তি সরকারের,রাজ্যে এখনই লাগু নয় নয়া মোটর ভেহিক্যালস আইন





























































































































