মায়ানমার দূতাবাসের গাড়ির চাকায় কাঁটা লাগানো নিয়ে বিতর্কের জেরে এবার কলকাতা বিমানবন্দর টার্মিনালের সামনের রাস্তা দু’টি পৃথক লেনে ভাগ করে দিল পুলিশ। একটি সাধারণ মানুষের গাড়ির জন্য, অন্যটি ভিআইপি বা ভিভিআইপি’দের জন্য। গার্ডরেল দিয়ে মূলত এই ভাগ করা হয়েছে। যদিও আগের মতো গাড়ির দাঁড়ানোর সময়সীমা তিন মিনিটই রাখা হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মায়ানমার দূতাবাসের গাড়িতে কাঁটা লাগানো নিয়ে বিতর্ক হয়। তাতে পার্কিং সংস্থার ম্যানেজার-সহ মোট তিনজনকে এনএসসিবিআই এয়ারপোর্ট পুলিশ পাকড়াও করে। যা নিয়ে পার্কিং সংস্থার কর্মীরা ক্ষুব্ধ হন।
তাঁদের দাবি, নিয়মমাফিক কাজ করলেও তাঁদের পুলিশ গ্রেফতার করছে। এরপরই বিতর্ক শুরু হয়। পার্কিংয়ের দায়িত্বপ্রাপ্ত সংস্থার তরফে পুলিশের কাছে আর্জি জানানো হয়, টার্মিনালের সামনে যত্রতত্র গাড়ি রাখা এবং ভিআইপি’দের গাড়ি আলাদা করে রাখার ক্ষেত্রে ব্যবস্থা করতে হবে। এরপর অবশ্য এনএসসিবিআই এয়ারপোর্ট থানার পুলিশ যত্রতত্র রাখা 32টি গাড়ি ধরে তার চালকদের কেস দেয়।
আরও পড়ুন-“কেস দেবেন না”: নজরে বাস মালিক-পুলিশ বৈঠক






























































































































