সারদা কাণ্ডে সিবিআই দফতরে চিত্র শিল্পী শুভাপ্রসন্ন

0
3

সারদা কান্ডে তলব শিল্পী শুভা প্রসন্নকে । আজ , সোমবার সিবিআই দফতরে আসলেন তিনি। গত ৫ জুলাই সল্টলেক সিবিআই দফতরে এসেছিলেন শিল্পী শুভা প্রসন্ন। বেশ কিছু নথি পত্র চেয়ে তাকে আবার তাকে তলব করে সিবিআই। সারদার সঙ্গে শিল্পী শুভা প্রসন্ন এর দেব কৃপা লিমিটেড কোম্পানির লেনদেন সক্রান্ত বিষয়ে তাকে তলব করে সিবিআই। সূত্রের খবর, শিল্পীর দেব কৃপা কোম্পানি থেকে একটি চ্যানেল ৬ কোটি টাকায় কিনেছিলেন সারদার কর্ণধার সুদীপ্ত সেন। সেই আর্থিক লেনদেন করার পিছনে কে বা কারা ছিল সেই সংক্রান্ত বিষয়ে শিল্পী শুভা প্রসন্ন কে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। প্রায় ২ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর শুভা প্রসন্ন বেরোলেন সিবিআই দফতর থেকে।