ফের অশান্ত কাশ্মীর। ৩৭০ ধারা লাগু হওয়ার ২১ দিনের মাথায় আবার পাথর ছোড়ার ঘটনা। এবার অনন্তনাগের জাদ্দিপোরা। ৪২ বছরের ট্রাক চালক নূর মহম্মদের খুনের ঘটনা ঘিরে ঘটনার সূত্রপাত। অভিযোগ তাকে পাথর ছুড়ে খুন করা হয়েছে। জাদ্দিপোরায় বিক্ষোভের মাঝেই রবিবার ওই এলাকা দিয়ে ট্রাক নিয়ে যাচ্ছিলেন নূর। সেনার ট্রাক ভেবে তার উপর আক্রমণ চালানো হয়। পাথরের ঘায়ে রক্তাক্ত নূর লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে মৃত্যু হয়। ভূস্বর্গে বিক্ষোভ জানাতে পাথর ছোড়া রেওয়াজে পরিণত হয়েছে। গতমাসে পাথরের ঘায়ে এক কিশোরী গুরুতর আহত হয়। পুলিশ অপরাধীদের পাকড়াও করতে তল্লাশি শুরু করেছে। আটক ২জন।
আরও পড়ুন – নভেম্বরেই করতারপুর করিডর খুলে দেবে পাকিস্তান































































































































