মঙ্গলবার হুগলি জেলা অষ্টমতম প্রশাসনিক বৈঠকে গুড়াপের কংসারীপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। গতবার, 2018 সালে 20 শে মার্চ গুড়াপের কংসারীপুরের ময়দান হয়েছিল প্রশাসনিক বৈঠক। এবারও বৈঠকটি এই ময়দানেই হবে। পুলিশ প্রশাসনের কড়া নজরদারিতে চলছে অডিটোরিয়ামের কাজ। পাশাপাশি, তৃনমূলের কর্মীরা রাস্তার দুপাশে দলীয় পতাকা লাগানোর কাজ করছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী সড়ক পথে আসবেন গুড়াপে। দলীয় কর্মীরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে শাঁখ ও উলুধ্বনি দিয়ে স্বাগত জানাবেন।





























































































































