বিধানসভার অধিবেশনের প্রথম দিনই তাল কাটল। শোকপ্রস্তাব চলাকালীন বিধায়কদের চলাফেরা ও মোবাইল ফোন বাজাকে কেন্দ্র করে ক্ষোভ ব্যক্ত করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন ছিল চলতি অধিবেশনের প্রথম দিন। অধিবেশনের শুরুতে অজয় মুখোপাধ্যায়, শীলা দীক্ষিত, সুষমা স্বরাজ, অরুণ জেটলিদের প্রয়াণে শোকপ্রস্তাব আনা হয়।
সেই মুহূর্তে কয়েকজন বিধায়ক অধিবেশন কক্ষে চলাফেরা করছিলেন। তাঁদের আসনে বসতে বলেন অধ্যক্ষ। এরপর অধ্যক্ষ শোকপ্রস্তাব পাঠ করার সময় কয়েকজন বিধায়কের ফোন বেজে ওঠে। পাঠ শেষ হলে মোবাইল ফোন বাজার বিষয়টি উল্লেখ করেন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য। তখন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিধায়করা ঘোরাঘুরি করছেন, ফোন বেজে উঠছে, কী হচ্ছে এসব! বিধানসভাকে ক্লাবঘর বানাবেন না’।
আরও পড়ুন – জন্মাষ্টমীর শোভাযাত্রায় মাইক বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, লাগলো রাজনীতির রঙ!





























































































































