আজ, সোমবার ধূলাগড় সংলগ্ন কলকাতা-মুম্বই হাইওয়ের একটি টোলপ্লাজায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যান থেকে 73 কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু’জনকে।
ধৃতেরা হল, কার্তিক দেবনাথ এবং গৌতম দেবনাথ। জানা গিয়েছে, ওড়িশা থেকে আসছিল ওই পিকআপ ভ্যানটি। গোপন সূত্রে খবর পেয়ে ওই গাড়িটিতে তল্লাশি চালায় পুলিশ। তিনটি ব্যাগ মিলিয়ে উদ্ধার হয় মোট 73 কেজি গাঁজা। উদ্ধার হওয়া ওই নিষিদ্ধ মাদকের মূল্য প্রায় 7 লক্ষ টাকার কাছাকাছি।
আরও পড়ুন – সময় বাড়ল আরটিজিএসের





























































































































