উত্তর প্রদেশ, কেরল , ছত্তিশগড় এবং ত্রিপুরা, এই 4 রাজ্যের বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী 23 সেপ্টেম্বর ভোট এবং সব কেন্দ্রেই গণনা হবে 27 সেপ্টেম্বর। উত্তর প্রদেশের হামিরপুর, ছত্তিশগড়ের দান্তেওয়াড়া, কেরলের পালা, ত্রিপুরার ভাদরগড় বিধানসভা কেন্দ্রে হবে এই উপনির্বাচন। ভোটের বিজ্ঞপ্তি জারি হবে 28 আগস্ট, বুধবার। মনোনয়ন পত্র জমার শেষ তারিখ 4 সেপ্টেম্বর, বুধবার। এবং মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন 7 সেপ্টেম্বর, শনিবার।
আরও পড়ুন-দু’দিনের নক আউট ফুটবল টুর্ণামেন্ট ঘিরে ট্যাংরায় উদ্দীপনা































































































































