চোখের জল আর গান স্যালুটে শেষ বিদায় জেটলির

0
4

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা এবং গান স্যালুটে শেষকৃত্য সম্পন্ন হল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অরুণ জেটলির।
রবিবার বিজেপির সদর দফতর থেকে নিগমবোধ ঘাটে নিয়ে যাওয়া হয় প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির মরদেহ। এদিন সকালে জেটলির মরদেহ শায়িত ছিল বিজেপি সদর দফতরে। সেখানে জেটলিকে শেষশ্রদ্ধা জানান বহু নেতা, কর্মী, সমর্থকেরা।

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গতি 9 অগাস্ট দিল্লির এইমসে ভর্তি হন অরুণ জেটলি। শনিবার 12টা 7 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিজেপির এই বর্ষীয়ান নেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 66 বছর।

অরুণ জেটলির শেষ যাত্রায় উপস্থিত কৈলাশ বিজয়বর্গীয়, গৌতম গম্ভীর-সহ আরও অনেক নেতা। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা দীনেশ ত্রিবেদীও।

আরও পড়ুন – রাষ্ট্রীয় মর্যাদায় অরুণ জেটলির শেষকৃত্য হবে নিগমবোধ ঘাটে, প্রস্তুতিপর্ব সারা