একুশের লড়াইয়ের আগেই তৃণমূলের ভিত জেলায় আরও মজবুত করতে 26 আগস্ট কলকাতায় মুর্শিদাবাদের জনপ্রতিনিধিদের ডেকে পাঠালেন জেলা তৃণমূলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারি। ওইদিন শুভেন্দু মুর্শিদাবাদের তৃণমূলের সাংসদ, বিধায়ক-সহ অন্যান্য জনপ্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন। জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের আগে ঘুঁটি সাজাতে চাইছেন পর্যবেক্ষক। আগামী দিনের রণকৌশল ঠিক করে দেবেন তিনি। পাশাপাশি উন্নয়নমূলক প্রকল্পগুলিকে আরও ভালোভাবে মানুষের দরবারে পৌঁছে দেওয়ার জন্য তিনি দলের জনপ্রতিনিধিদের নির্দেশও দিতে পারেন। তৃণমূল সূত্রে আরও আগামী মাসে শুভেন্দু অধিকারি ওই জেলার দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বেশ কিছু ব্লকে নতুন মুখ আনার সম্ভাবনা রয়েছে।





























































































































