দেরি না করে জেনে নিন ‘গোত্র’

0
2

মানুষের আসল ‘গোত্র’ কী? কারোর কাছের মানুষ হওয়ার জন্য আদেও কি কোন ‘গোত্র’ লাগে? এই সবকিছুর উত্তর মিলবে ‘গোত্র’ ছবি থেকেই।

জন্মাষ্টমীর দিন মুক্তি পেল নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এবং উইন্ডোজ প্রডাকশন প্রযোজিত ‘গোত্র’। দেশপ্রিয় পার্কের প্রিয়া সিনেমা হলে এই ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছিল। কেনা উপস্থিত ছিল সেখানে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত, উজান গঙ্গুলি ছাড়াও সিনেমার দুই পরিচালক এবং যারা এই ছবিতে অভিনয় করেছেন সকলেই প্রায় উপস্থিত ছিলেন।

অন্যদিকে রঙ্গবতী যে গানটা নিয়ে চারিদিকে এত মাতামাতি ছড়িয়ে পড়েছে সেই গানটি যেই দুজন গেয়েছেন অর্থাৎ সুরজিৎ এবং ইমন দুজনেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তাহলে একদম দেরি না করে মানুষের আসল ‘গোত্র’ কী – এর সঠিক উত্তর পাওয়ার জন্য আপনাদের পৌছে যেতেই হবে নিকটবর্তী প্রেক্ষাগৃহে।

ছবি – প্রকাশ পাইন