চিদাম্বরমকে সোমবার ফের তোলা হবে CBI আদালতে, জামিন পাওয়া অনিশ্চিত

0
3

CBI-এর বিশেষ আদালতে সোমবার ফের পেশ করা হবে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে। তবে জামিন পাওয়ার সম্ভাবনা বড়ই ক্ষীণ।

INX মিডিয়া মামলায় অভিযুক্ত চিদাম্বরমকে গত 22 তারিখ নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যেই টানা 5 দিন CBI জেরা করেছে। CBI সূত্রে খবর, আবার তাঁকে হেফাজতে নিয়ে জেরা করার আবেদনই জানাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
এই 5 দিনের CBI হেফাজতে থাকাকালীন প্রতি 48 ঘণ্টা অন্তর চিদাম্বরমের মেডিকেল পরীক্ষাও করানো হয়েছে। 22 আগস্ট চিদাম্বরমকে CBI হেফাজতে পাঠানোর সময় বিচারক কড়া নির্দেশ দিয়েছিলেন কোনওভাবেই জেরা চলাকালীন যেন চিদাম্বরমের সম্মানহানি না করা হয়। আদালতের নির্দেশ মেনেই তাঁকে জেরার জন্য CBI-এর সদর কার্যালয়ে নিয়ে আসা হয়েছিল। সেখানেই তাঁকে জেরা করা হয়। ওদিকে চিদাম্বরমের জামিনের জন্য সোমবার ফের আইনি লড়াই চালাতে তৈরি তাঁর দুই আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি।