হুগলিতে গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র দেখে পুলিশের চক্ষু চড়কগাছ!

0
3

হুগলির কুখ্যাত দুষ্কৃতী টোটন বিশ্বাসকে প্রচুর আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করলো চন্দননগর কমিশনারেটের পুলিশ। চুঁচুড়ার রবীন্দ্রনগরের বাসিন্দা ওই দুষ্কৃতীকে গ্রেফতার করতে গিয়ে সম্প্রতি হামলার মুখে পড়তে হয়েছিল পুলিশ কর্তাদের। কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল চুঁচুড়া।

ধৃত দুষ্কৃতীর কাছ থেকে যে পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে তাতে উদ্বিগ্ন পুলিশ মহল। বিশেষ করে একজন দুষ্কৃতীর কাছ থেকে ইম্প্রভাইজড লাইট মেশিনগানের মত আগ্নেয়াস্ত্র পাওয়ায় চোখ কপালে উঠেছে কমিশনার কর্তাদের। রবিবার পুলিশ কর্তারা জানিয়েছেন ধৃতের বিরুদ্ধে বহু অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন – পুরুলিয়ায় ডাম্পারের ধাক্কায় 2 জনের মৃত্যু, গাড়িতে আগুন