পাঁচ দিনের সিবিআই হেফাজতে পি চিদম্বরম । 26 শে অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজাতে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। এই 5 দিন 30 মিনিট করে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন তিনি।
বুধবার গভীর রাতে দক্ষিণ দিল্লিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম কে তাঁর বাড়ি থেকে নাটকীয়ভাবে গ্রেফতার করে সিবিআই । বৃহস্পতিবার দুপুরেই আদালতে তোলা হয় তাঁকে।
আজ বৃহস্পতিবার প্রথমে তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই, এবং তারপরেই চিদম্বরমকে আদালতে তোলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি এবং সেখানেই 5 দিনের হেফাজত চায় সিবিআই।
পি চিদাম্বরমের বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন 2007 সালে বিদেশ থেকে 305 কোটি টাকার তহবিল পাওয়ার জন্য আইএনএক্স মিডিয়াকে ছাড়পত্র দিয়েছিলেন তিনি, বিনিময়ে তাঁর ছেলে কার্তি চিদাম্বরমের সংস্থাকে বিরাট অঙ্কের ঘুষ দেয় আইএনএক্স মিডিয়া। 2017 সালে, কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই একটি এফআইআর দায়ের করে তাঁর বিরুদ্ধে।
আরও পড়ুন-সারদাকান্ডে অত্রিকে জেরা করল সিবিআই































































































































